fbpx

মানহানির ২ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন হাইকোর্ট। মামলা ২টি বিচারিক আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি। আজ ৭ নভেম্বর (সোমবার) খালেদা জিয়ার আইনজীবীদের পৃথক ২টি আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।

২০১৪ ও ২০১৫ সালে ঢাকা ও নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বেগম জিয়ার বিরুদ্ধে এ মামলাটি করেন। একই অভিযোগে ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরও একটি মামলা করেন এ বি সিদ্দিকী নামে এক ব্যক্তি।

গত বছরের ২৮ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছিলেন হাইকোর্ট।

দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে আড়াই বছর ধরে শর্তসাপেক্ষে মুক্ত অবস্থায় আছেন।

Advertisement
Share.

Leave A Reply