fbpx

মারা গেলেন গীতিকার ও সাংবাদিক বিশাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে সাংবাদিক ও গীতিকার ওমর ফারুক বিশাল নিহত হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-নরসিংদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গ্রামের বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার সঙ্গে থাকা অপর যুবক আহত হয়েছেন।
ওমর ফারুক বিশাল সাংবাদিকতার পাশাপাশি গীতিকার ছিলেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে সংগীতশিল্পী সাব্বির নাসিরের গাওয়া, আমারে দিয়া দিলাম তোমারে, তুমি দমে দম, ‘আলো ‌নেই আলোতে’, ‘আমার আমার লাগে’, ‌‘পোড়ামন’, ‘মন কাঁচের আয়না’, ‘আধা’, কান্নার ঢেউ, শিরোনামে তুই, পারছি তো খুব, ভারতীয় নন্দিত সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য, অনুপমও গেয়েছেন বিশালের গান।

Advertisement
Share.

Leave A Reply