fbpx

মার্কিন নিষেধাজ্ঞার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উত্তর কোরিয়া শুক্রবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়েছে, দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পাল্টা জবাবেই এই পরীক্ষা চালানো হয়।
উত্তর কোরিয়া জানায়, এই মহড়ার উদ্দেশ্য ছিল ‘ক্ষেপণাস্ত্রের দক্ষতা যাচাই ও বিচার করা।‘ সেই সাথে আরও যোগ করা হয়েছে, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরের নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে। ধারণা করা হচ্ছে শুক্রবার পিয়ংইয়ংয়ের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রই সল্পপাল্লার ছিল।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ নিয়ে গেল দুই সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়া তৃতীয় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। আগের দুইবার ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ চালানো হয়েছিল বলে দাবি করেছিল পিংয়ংইয়ং।

Advertisement
Share.

Leave A Reply