fbpx

মালিতে সেনা অভ্যুত্থান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভ্যুত্থান চালানো হয়েছে। সোমবার দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করে সেনাবাহিনী।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোখতার উয়ানে ও প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে রাজধানী বামাকোর বাইরে কাটি সামরিক ঘাঁটিতে নেয়া হয়েছে।

মাত্র কয়েকমাস আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির পূর্ববর্তী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
নতুন করে অভ্যুত্থানে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে।

আটক হওয়া নেতাদের মুক্তির দাবি জানিয়েছে দেশটিতে অবস্থিত জাতিসংঘের মিশন। একই সাথে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন এবং ইকনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের পক্ষ থেকেও নেতাদের মুক্তির আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত বছরের অগাস্টে সামরিক বাহিনী প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply