fbpx

মা হারালেন খালেদ মাসুদ পাইলট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম (৭২) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিজের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন খালেদ মাসুদ পাইলট নিজেই। সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে মায়ের মৃত্যুর খবর লিখে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ফেসবুকে মাসুদ লিখেন, ‘আমার “মা” মিসেস নার্গিস আরা বেগম, আজ রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে, সকাল ১১:৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশ্ত নসিব করেন।’

জানা গেছে, নার্গিস আরা বেগম বার্ধক্যজনিত কারণ ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, থাইরয়েড এবং শরীরে লবণ সংকটে ভুগছিলেন। অসুস্থতা নিয়ে ২৩ জুন তিনি রাজশাহী মেডিকেলে ভর্তি হন। গতকাল অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement
Share.

Leave A Reply