fbpx

মিয়ানমার ইস্যুতে বৈঠকে বসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমার ইস্যুতে বৈঠকে বসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। দেশটির শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইন্দোনেশিয়ায় আসিয়ান সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রবিবার আসিয়ানের বর্তমান সভাপতি কম্বোডিয়ার তরফে এ বৈঠকের কথা নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চুম সাউনি রয়টার্সকে বলেন, বৈঠকে গত বছর মিয়ানমারের সামরিক শাসকদের সঙ্গে দেশটিতে সংঘাতের অবসান ঘটাতে সম্মত হওয়া পাঁচ দফা বাস্তবায়নের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

তিনি আরো বলেন, আগামী মাসে আসিয়ান শীর্ষ সম্মেলনের আগে কীভাবে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে এই বৈঠক থেকে সুপারিশ আসতে পারে।

Advertisement
Share.

Leave A Reply