fbpx

মিয়ানমারে বিক্ষোভের শঙ্কা, বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে সামরিক সরকার। যোগাযোগ ও পরিবহণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

দেশটিতে ৫ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। সোমবার সামরিক অভ্যুত্থানের পর, এর বিরোধীতা করে বিভিন্ন ছবি ও পোস্ট ফেইসবুকে ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ বড় পরিসরে বিক্ষোভের আহ্বান জানান। এরপরই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির বড় শহরগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী। তবে মঙ্গলবার সকাল থেকে চালু করে দেয়া হয়েছে ফোন ও মোবাইল সংযোগ।

এরআগে সোমবার, নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি -এনএলডি প্রধান অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটকের পর দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়।

Advertisement
Share.

Leave A Reply