fbpx

মিয়ানমারে বিক্ষোভ দমনে সেনা মোতায়েন, নিহত ১১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত ১১ জন। বৃহস্পতিবার উত্তরপশ্চিমাঞ্চলের বিক্ষোভে এই সহিংসতার খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।

নিরাপত্তা বাহিনীর দমন নিপীড়ণের মুখে রাইফেল, ছুরি ও বোমা নিয়ে প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনকারীরা। তার মধ্যেই এই হতাহতের ঘটনা ঘটল।

প্রাথমিকভাবে, তাজ শহরে বিক্ষোভ দমনে ছয় ট্রাক সেনা মোতায়েন করা হয়। মিয়ানমার ও ইরাবতী সংবাদমাধ্যম এই তথ্য দিয়েছে। আন্দোলনকারীরা যখন নিরাপত্তা বাহিনীর বাধার মুখে লড়ছিল তখন সেখানে আরও পাঁচ ট্রাক ভর্তি সেনা পাঠানো হয়।

সহিংসতায় ১১ জন বিক্ষোভকারী নিহত হয় ও ২০ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। তবে সেনাবাহিনীর কেউ হতাহত হয়েছে বলে জানা যায়নি।

এর আগে বুধবার, তাজের প্রতিবেশী শহর কালেতে নিহত হয়েছিল ১১ জন বিক্ষোভকারী।

১ এপ্রিল অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত চলমান বিক্ষোভে নিহত হয়েছে ছয়শরও বেশি আন্দোলনকারী। তাদের মধ্যে অন্তত ৪৩টি শিশুও রয়েছে।  এছাড়া আটক হয়েছে ২ হাজার ৮৪৭ জন। স্থানীয় মনিটরিং গ্রুপ এই তথ্য দিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply