fbpx

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে বিশ্বনেতাদের নিন্দা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি- এনএলডি দলের নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্টসহ কয়েকজন মন্ত্রীকে আটকে নিন্দার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে।

দেশটিতে সেনা অভ্যুত্থানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে এই নিন্দা জানান।

সেনাবাহিনীর হাতে রাজনৈতিক নেতাকর্মীদের আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আট হওয়া সব সরকারি কর্মকর্তাদের মুক্তির আহ্বান জানান মার্কিন পরাষ্ট্রমন্ত্রি অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেন, ‘গণতন্ত্র, স্বাধীনতা, শান্তি এবং উন্নয়নের প্রতি দেশটির জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। সামরিক বাহিনীর তাদের পদক্ষেপ থেকে এখনই সরে আসা উচিত।’

আটক হওয়াদের অবিলম্বে মুক্তির জন্য সামরিক বাহিনীকে আহ্বান জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মারিজ পেইনি।

সামরিক বাহিনীর এমন পদক্ষেপে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচের প্রচারবিষয়ক পরিচালক জন সিফটন বলেন, ‘মিয়ানমারের সামরিক জান্তা যারা কয়েক দশক ধরে দেশটিকে শাসন করেছে তারা কখনোই আসলে ক্ষমতা থেকে সরে দাঁড়ায়নি। তারা কখনোই বেসামরিক কর্তৃপক্ষের শাসন মেনে নেয়নি। আজকের ঘটনা আসলে এতদিন ধরে চলা অবস্থারই প্রকাশ মাত্র।’

ইয়াঙ্গুন ভিত্তিক ইতিহাসবিদ ও লেখক থ্যান্ট মিয়ন্ত-ইউ বলেন, ‘আমার মনে হচ্ছে, পরবর্তীতে যা ঘটতে যাচ্ছে তা আসলে কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না।’

 

Advertisement
Share.

Leave A Reply