fbpx

মীরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের মীরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

স্থানীয়রা জানান, দুপুর ১ টার দিকে পর্যটকবাহী মাইক্রোবাসটি রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার সামনে নিয়ে যায়। মাইক্রোবাসের যাত্রীরা সবাই খৈয়াছড়া ঝরনা দেখতে আসেছিল।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, মাইক্রোবাসে ১৩ যাত্রী ছিল। তারা খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply