fbpx

মুন্সীগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ ২৩ মে (সোমবার) সকালে মুন্সীগঞ্জের মোল্লাকান্দির দশ গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ বলছে, ইউপি নির্বাচনের বিরোধ নিয়ে সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের নারীবিষয়ক সম্পাদক মহসিনা হক কল্পনা ও বর্তমান চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিপন পাটোয়ারী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দশ গ্রামে এই সংঘর্ষ হয়। এসময় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১৫ জন।

গুলিবিদ্ধরা হলেন মুন্সীগঞ্জের মুন্সীকান্দি গ্রামের সেরাজুল ব্যাপারী, কংসপুরা গ্রামের হানিফ মোল্লা, একই গ্রামের কামাল হোসেন, চরডুমুরিয়া গ্রামের মতিন ঢালী ও রাজারচর গ্রামের মোহম্মদ হোসেন।

গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

Advertisement
Share.

Leave A Reply