fbpx

মেট্রোরেলের আরও ১২ টি ইঞ্জিন-কোচ এখন মোংলায়  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মেট্রোরেলের আরও চারটি ইঞ্জিন ও আটটি কোচ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের ৯ নম্বর জেটিতে জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’ ইঞ্জিন ও কোচ নিয়ে পৌঁছায়।

জানা গেছে, বন্দর, কাস্টমস ও এজেন্টের প্রয়োজনীয় সব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর ইঞ্জিন ও কোচগুলো জাহাজ থেকে খালাস করে পরিবহন বার্জে (নৌযানে) রাখা হচ্ছে। ‘এমভি এসপিএম ব্যাংকক’ জাহাজটি ১৫ দিন আগে জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের’ জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, পঞ্চম দফায় মেট্রোরেলের চারটি ইঞ্জিন ও আটটি কোচ এসেছে। এগুলো খালাস শেষে নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে পাঠানো হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, গত ৩১ মার্চ ‘এমভি এসপিএম ব্যাংকক’ জাহাজে মেট্রোরেলের ছয়টি কোচ আসে। এর আগে ৫ মে ‘এমভি ওশান গ্রেস’ জাহাজে ছয়টি বগি, ২০ জুলাই ‘এমভি হরিজন-০৯’ জাহাজে ১০টি বগি ও দুটি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে ‘এমভি প্রেসার্স কোরাল’ দেশে এসে পৌঁছেছে।

Advertisement
Share.

Leave A Reply