fbpx

মেট্রোরেলের নিরাপত্তায় থাকবে এমআরটি পুলিশ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ঐ ঘটনার পর মেট্রোরেলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

তবে এবার মেট্রোরেলের নিরাপত্তার জন্য ২৩১ জনের জনবল নিয়ে গঠিত হচ্ছে এমআরটি পুলিশ। এই বাহিনীর নেতৃত্বে থাকবেন একজন উপ-মহাপরিদর্শক ( ডিআইজি )

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, এমআরটি মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ক্যাডার পদ ও ২২৮টি নন-ক্যাডার পদসহ মোট ২৩১টি পদ সৃজন এবং ১৫টি যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণ হয়েছে। যে সকল পদ থাকছে-

এমআরটি লাইন-৬ এর জন্য মোট ২৩১ টি পদ থাকছে। কেন্দ্রীয় প্রশাসনিক কাজের জন্য থাকছে মোট ৩৫ টি পদ। এরমধ্যে একজন ডিআইজি, একজন পুলিশ সুপার, দুজন পরিদর্শক, একজন ইন্সপেক্টর (নিরস্ত্র), একজন ইন্সপেক্টর, দুজন এসআই (নিরস্ত্র), দুজন এসআই, তিনজন এএসআই (নিরস্ত্র), চারজন এএসআই, পাঁচজন নায়েক, ১০ জন কনস্টেবল, একজন কম্পিউটার অপারেটর, একজন হিসাব রক্ষক, একজন উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুজন।

এমআরটি পুলিশের কাজের জন্য একটি জিপ, ৪টি পিক-আপ ও ১০টি মোটরসাইকেল থাকবে।

এর আগে এমআরটি পুলিশ গঠনের জন্য ৯ শতাধিক জনবলের প্রস্তাব তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল পুলিশ সদর দপ্তর। অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মতামতের পর ৩৫৭ জনবলের সুপারিশ সচিব কমিটিতে জমা দেওয়া হয়। এরপর সচিব কমিটি ২৩১ জনবলের অনুমোদন দেয়।

Advertisement
Share.

Leave A Reply