fbpx

মেট্রোরেলের নির্গমন পথের জন্য ফুটপাত ব্যবহার করা যাবে না: মেয়র আতিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মেট্রোরেলের কোন নির্গমন (ল্যান্ডিং) পথ ফুটপাতে দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এতে করে ফুটপাত সংকুচিত হয়ে যাবে, মানুষের চলাচলে অসুবিধা হবে বলেও জানান তিনি।

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ১০ নম্বরে এমআরটি-৬ স্টেশন পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন ডিএনসিসি’র মেয়র আতিক।

মেয়র বলেন, ‘এই স্টেশনে আগের যেমন পরিকল্পনা ছিল এটি কীভাবে ইন্ট্রিগ্রেট করা যায়, সেজন্য আমরা সবাই মিলে এখানে এসেছি। আমাদের এখানে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় রয়েছে। এখানে থাকবে সিঁড়ি, লিফট, এক্সেলেটর।’

আঞ্চলিক অফিস সংলগ্ন জায়গাকে আধুনিক প্রযুক্তি সংবলিত টি ও ডি (ট্রান্সজিড ওরিয়েন্টেড ডেভলপমেন্ট) নির্মাণের প্রস্তাব দিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘বিদেশে আমরা দেখেছি যে, মানুষ তাদের গাড়ি পার্কিং করে পাতাল রেলে বা মেট্রোরেলে কাঙ্ক্ষিত গন্তব্যে যাতায়াত করছেন। যেখানে একটি গণপরিসর থাকবে এবং ভূগর্ভস্থ গাড়ি পার্কিং ব্যবস্থা থাকবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা চাচ্ছি, উত্তর সিটির আঞ্চলিক এই কার্যালয়ের জায়গা সরকারের সিস্টেম অনুযায়ী অধিগ্রহণ করে ৪/৫ তলা বিশিষ্ট আন্ডারগ্রাউন্ড পার্কিং করতে। এর উপরে থাকবে পাবলিক ওপেন স্পেস। এতে করে যে কেউ তার মোটরসাইকেল বা গাড়ি এখানে পার্কিং করে তাদের মেট্রোরেলে বিভিন্ন জায়গায় যেতে পারবে। আমরা যদি লাইন পরিবর্তন করে অন্যদিকে যেতে চাই তাহলেও এই স্টেশনে এসে পরিবর্তন করতে। এটি একটি জাংশন হিসেবে কাজ করবে। যারা মেট্রো ৫ বা ৬ এ যাবে তাদের জন্য এটি একটি মিলনমেলার স্থলে পরিণত হবে।’

Advertisement
Share.

Leave A Reply