fbpx

মেট্রোরেলের বগি, ইঞ্জিন ও মেশিনারি নিয়ে জাহাজ মোংলা বন্দরে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মেট্রোরেলের ৪টি ইঞ্জিন, ৮টি বগি ও ৩৪ প্যাকেজ মেশিনারী পণ্যের আরও একটি চালান দেশে এসে পৌঁছেছে। ২২ আগস্ট (সোমবার) সকাল ১০টায় বাগেরহাটের মোংলা বন্দরে পানামা পতাকাবাহী জাহাজ এমভি হোসি ক্রাউন এসব পণ্য নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে।

গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশি জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে আটটি রেলওয়ে বগি ও চারটি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারী পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন সোমবার সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে।

এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। আর পণ্য খালাস শেষে বিদেশি জাহাজটি মঙ্গলবার বন্দর ত্যাগ করবে।

Advertisement
Share.

Leave A Reply