fbpx

মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে নতুন ফিচার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের দু’টি প্লাটফর্মের ফিচারে পরিবর্তন এনেছে। অন্যতম এই দু’টি প্লাটফর্ম ইনস্টাগ্রাম ডিরেক্ট এবং মেসেঞ্জার ব্যবহারকারীরা এই পরিবর্তনের ফলে আরও সহজভাবে নিজেদের উপস্থাপন করতে পারবেন।

বেসরকারি ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস এ তথ্য জানিয়েছে।

ফেসবুক জানায়, মেসেঞ্জারে তারা নতুন ক্যামেরা স্টিকার উন্মুক্ত করেছে। ব্যবহারকারীরা এখন মেসেঞ্জারে চারটি ক্যামেরা স্টিকারের মাধ্যমে এপিআই কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বিষয়ে সহযোগিতা ও সচেতনতা তৈরি করতে পারবে। পাশাপাশি, শিশুরা মেসেঞ্জারের কিডস স্টিকারের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোর ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

ফেসবুক আরও জানায়, আইফোন ব্যবহারকারীরা যেমন নিজেদের পছন্দের ছবি বা ভিডিও ব্যবহার করে রিপ্লাই দিতে পারেন, তেমনি ইনস্টাগ্রামে ভিজ্যুয়াল রিপ্লাই পাঠানোর ফিচার যোগ করা হয়েছে। অন্যদিকে, মেসেঞ্জারে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও ফেসবুক পরিবর্তন এনেছে। এখন আর আগের মতো মাইক বাটন হোল্ড করে অডিও রেকর্ড করতে হবে না। অন্যান্য কাজের পাশাপাশি সহজেই মাইক আইকন ট্যাপ করে অডিও রেকর্ড করা যাবে।

Advertisement
Share.

Leave A Reply