fbpx

মোংলা বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় কয়লার চালান এলো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৭২ বছর পার করেছে মোংসা সমুদ্র বন্দর। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি কয়লার চালন নিয়ে জাহাজ ভিড়েছে মোংলা বন্দরে। ৬২ হাজার ৫০০ টন কয়লা নিয়ে নোঙর করেছে লাইবেরিয়ান পতাকাবাহী এমভি মানা। এত পরিমাণ কয়লা নিয়ে এর আগে কোনো জাহাজ এখানে ভেড়েনি এমনটাই দাবি মোংলা বন্দর কর্তৃপক্ষের।

গত ৫ নভেম্বর বন্দরের ফেয়ারওয়েতে জাহাজটি নোঙর করলেও বন্দর কর্তৃপক্ষ গতকাল শনিবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন।

ফেয়ারওয়েতে নোঙর করা অবস্থায় ৩১ হাজার ৫০০ টন কয়লা খালাস করা হয়। এরপর বাকি ২৯ হাজার টন কয়লা বন্দরের ২ নম্বর বয়ায় নোঙর করে। দু-একদিনের মধ্যে পুরোপুরি কয়লা খালাস করে বন্দর ত্যাগ করবে বিদেশী এই জাহাজ।

গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এমভি মানা। এ কয়লা বেসরকারি একটি কোম্পানির জন্য আমদানি করা হয়েছে। খালাস শেষে ছোট লাইটার জাহাজে করে খুলনার রূপসায় নেয়া হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply