fbpx

ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চায় মাস্ক!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নানা সময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হতে ভালোবাসেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। তাই টুইটারের পর এবার ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। এক টুইট বার্তায় মাস্ক এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার টুইট বার্তায় মাস্ক বলেন, ‘আপনারা স্বাগত, আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি।’

বর্তমানে এই ক্লাবটি আমেরিকার গ্ল্যাজার পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে গ্ল্যাজার পরিবার কিংবা মাস্ক, কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এর আগে টুইটারের শেয়ার কেনার ঘোষণা দিয়ে মাস্ক আলোচনা সমালোচনার ঝড় তোলে। তবে মাস্ক টুইটে ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে কোনো চুক্তি করার পরিকল্পনা করেছিলেন কি না, তা-ও স্পষ্ট করা হয়নি।

গত বছর গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, গ্ল্যাজার পরিবার ক্লাবটি বিক্রি করতে চাইছে। কিন্তু এ জন্য তাদের ৪৮৪ কোটি ডলার দাম দিতে হবে।

Advertisement
Share.

Leave A Reply