fbpx

যতবার খুশি ততবার কেনা যাবে ট্রেনের টিকিট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১ মার্চ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতিতে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। তবে কেউ সপ্তাহে দুইবারের বেশি টিকিট কিনতে পারবেন না বলে তখন জানানো হয়।

বর্তমানে এ নির্দেশনার পরিবর্তন এসেছে। এখন চাহিদা মতো যত খুশি টিকিট কিনতে পারবেন টিকিট প্রত্যাশীরা। শুক্রবার  (১০ মার্চ) থেকে নতুন এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান, আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির নতুন পদ্ধতিতে পরিবর্তন এনেছে রেলওয়ে। এনআইডি দেখিয়ে যেকোনো যাত্রী সপ্তাহে যতবার খুশি আন্তঃনগর ট্রেনের টিকিট কিনতে পারবেন। তবে, সপ্তাহে দুইবারের বেশি টিকিট কেনার নির্দেশনা উঠে গেলেও, কোনো যাত্রী একই স্টেশন থেকে দিনে একবারের বেশি টিকিট কিনতে পারবেন না।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, কোনো যাত্রী ঢাকার কমলাপুর থেকে চট্টগ্রামের ট্রেনের টিকিট দিনে একবারই এক সঙ্গে সর্বোচ্চ ৪টি কিনতে পারবেন। তিনি ওই দিন কমলাপুর থেকে আর কোনো ট্রেনের টিকিট কিনতে পারবেন না। তবে চট্টগ্রাম থেকে একই দিনের ট্রেনের ফিরতি যাত্রার টিকিট কিনতে পারবেন।

শুধু তাই নয়, নতুন নিয়মে ট্রেনের টিকিট অনলাইনে ফেরতও দেওয়া যাবে।

Advertisement
Share.

Leave A Reply