fbpx

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান হওয়ার লড়াইয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন পেনি মর্ডান্ট। প্রতিদ্বন্দ্বিতা করার বদলে ঋষি সুনাকের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নেতা সুনাক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দিয়েছে এ খবর।

সোমবার (২৪ অক্টোবর) এক টুইটে প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন সাবেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী পেনি মর্ডান্ট। তিনি বলেন, নেতৃত্বের প্রতিযোগিতায় সীমিত সময়সীমা সত্ত্বেও এটি পরিষ্কার যে, সহকর্মীরা মনে করেন, আমাদের আজ নিশ্চয়তা দরকার। তারা দেশের ভালোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন।

মর্ডান্ট বলেন, ঋষির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমরা যে প্রচারণা চালিয়েছি, তার জন্য আমি গর্বিত এবং যারা আমার প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই দলের প্রধান ও দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের নাম ঘোষনা করবে কনজারভেটিভ পার্টি।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে সুনাক বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হবেন। ১৯৮২ সালের ১২ মে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে জন্মগ্রহন করেন সুনাক।

Advertisement
Share.

Leave A Reply