fbpx

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুক হামলা, নিহত অন্তত ৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে এক বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার লুইজভিল শহরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে লুইজভিল পুলিশ নিশ্চিত করেছে, কোনও সক্রিয় হামলাকারী নেই।

হামলায় আরও ছয় ব্যক্তি আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন।

পুলিশ জানিয়েছে, বন্দুক হামলাকারী নিহত হয়েছে। তবে তার নিহতের কারণ স্পষ্টভাবে জানা যায়নি।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, একটি বাণিজ্যিক অবকাঠামো ঘিরে সশস্ত্র পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান বলেছেন, তদন্ত চলছে। স্থানীয়দের তিনি ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। নিহতদের পরিবারের প্রতি প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলে হাজির হয়েছেন শহরটির মেয়র ক্রেইগ গ্রিনবার্গ।

Advertisement
Share.

Leave A Reply