fbpx

যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন সরবরাহের প্রস্তাবে সাড়া দেয়নি উত্তর কোরিয়া: বাইডেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উত্তর কোরিয়ায় করোনা মহামারী ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটিকে ভ্যাকসিন সরবরাহের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে পিয়ংইয়ং এ প্রস্তাবে সাড়া দেয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটিতে এরইমধ্যে প্রায় ২৫ লাখ মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন এবং দেশজুড়ে চলছে লকডাউন।

ধারনা করা হচ্ছে, দেশটির করোনা পরিস্থিতি বিশেষভাবে গুরুতর কারন সেখানে পরীক্ষা ও ভ্যাকসিন সরবরাহের মাত্রা খুবই সামান্য।

দক্ষিণ কোরিয়া সফরকালে এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়াকে এ ভ্যাকসিন সরবরাহের প্রস্তাব দেন জো বাইডেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, “আমরা শুধু উত্তর কোরিয়াকে নয়, চীনকেও ভ্যাকসিন সরবরাহের প্রস্তাব দিয়েছি এবং আমরা তা দ্রুত সরবরাহ করতে প্রস্তুত।”

“তবে আমরা কোন জবাব পাইনি”, যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement
Share.

Leave A Reply