fbpx

যুক্তরাষ্ট্রে ক্যাপিটল হিলে হামলা, নিহত ২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ নিহত হয়েছেন দুই জন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো একজনকে।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম বিবিসি জানায়, একটি গাড়ি কমপ্লেক্সের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ভেতরে ঢুকে যায়। তারপর চালক একটি ছুরি নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে ছুটে যায়। হামলাকারীর আঘাতে নিহত হয় এক পুলিশ কর্মকর্তা।

কতৃপক্ষ জানিয়েছে, পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। তার নাম নোয়াহ গ্রিন। সে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা।

চলতি বছর জানুয়ারি মাসে, ক্যাপিটল হিলের সহিংসতার তিন মাসের মাথায় আবারো এই হামলার চেষ্টা হলো। তবে এ হামলার সাথে সন্ত্রাসী তৎপরতার কোন সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা।

Advertisement
Share.

Leave A Reply