fbpx

যুক্তরাষ্ট্র-রাশিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ ও ইউক্রেন নিয়ে বসছেন বাইডেন-পুতিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে এবং ইউক্রেন প্রশ্নে উত্তেজনা প্রশমন করতে আগামী ১০ জানুয়ারি বহু প্রত্যাশিত আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মূলত, রাশিয়ার পূর্ব সীমান্তে ন্যাটোর সম্প্রসারণ বন্ধের দাবিসহ মস্কো নিরাপত্তা নিশ্চয়তার দাবি জানানোর পরই আলোচনার বিষয়টি উঠে আসলো।

সোমবার (২৭ ডিসেম্বর) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ১০ জানুয়ারি রাশিয়ার সাথে আলোচনা অনুষ্ঠিত হবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভও মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আলোচনার তারিখটি নিশ্চিত করেছেন।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সাথে জেনেভায় বৈঠক অনুষ্ঠিত হবে। বাইডেন ও পুতিন গত জুন মাসে সেখানেই প্রথম সম্মেলন করেছিলেন।

নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনার পর আগামী ১২ জানুয়ারি মস্কো ও ন্যাটোর প্রতিনিধিরা বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে।

এছাড়া, আগামী ১৩ জানুয়ারি রাশিয়া ও ওএসসিই আঞ্চলিক নিরাপত্তা পরিষদ আলোচনা করার কথা রয়েছে বলেও জানান মুখপাত্র। যুক্তরাষ্ট্র হলো এ পরিষদের অন্তর্ভূক্ত দেশ।

Advertisement
Share.

Leave A Reply