fbpx

যেসব দেশে আজ ঈদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। সৌদির সাথে মিল রেখে পাকিস্তানেও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে দিনটি উদযাপন হচ্ছে।

করোনার কারণে এ বছরও সৌদি আরবে ঈদের নামাজ সীমিত পরিসরে আদায় করা হচ্ছে। দুবাইয়ের মুসল্লিরা করোনা বিধিনিষেধ মেনে উন্মুক্ত মাঠে নিজ নিজ জায়নামাজ নিয়ে ঈদের নামাজে অংশ নেন।

এদিকে পশ্চিমা বিশ্বের দেশগুলোতেও আজ ঈদ হচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াতে করোনা বিধিনিষেধ মেনেই ঈদ উদযাপন হচ্ছে।

এছাড়া কুয়েত, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও আফ্রিকার কয়েকটি দেশে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ভেতরও ফিলিস্তিনিরা ঈদ উদযাপন করেছেন। তারা আল আকসা মসজিদে গিয়ে ঈদের জামাতে অংশ নেন।

বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের মধ্যে এটি তৃতীয় ঈদ। সব দেশেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদ্যাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় বিধিনিষেধ মেনেই বিশ্বের বিভিন্ন দেশে ঈদের জামাতে অংশ নেন মুসলমানরা।

Advertisement
Share.

Leave A Reply