fbpx

রংপুরে বিএনপির গণসমাবেশ শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও চলমান আন্দোলনে পুলিশের গুলিতে পাঁচজন নেতাকর্মী নিহতের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করেছে দলটি।

আজকের গণসমাবেশে সভাপতিত্ব করছেন নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রংপুরে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে জড়ো হতে শুরু করেছেন বিএনপির বিভিন্ন জেলা উপজেলার নেতা-কর্মীরা। মিছিলে মিছিলে সমাবেশস্থলে নেতা-কর্মীদের ঢল নেমেছে।

এছাড়া দ্বিতীয় দিনের মতো শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর মোটর মালিক সমিতির ডাকা ‘দাবি আদায়ের’ পরিবহন ধর্মঘট চলছে। ফলে বিভাগের আট জেলায় ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply