fbpx

রমজান উপলক্ষে টিসিবির জন্য সয়াবিন তেল ও ডাল কিনছে সরকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রোজার মাসে সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল এবং ৮ হাজার টন মসুর ডাল কিনছে সরকার।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এ দুটি ক্রয় প্রস্তাবসহ মোট ১৫টি প্রস্তাব অনুমোদন পায়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, মোট ১৯৪ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকায় উন্মুক্ত পদ্ধতিতে সয়াবিন তেল ও মসুর ডাল কেনা হচ্ছে।

যেখানে প্রতি লিটার তেলের দাম পড়বে ১৭৬ টাকা ৮৮ পয়সা, যা আগের কেনাকাটার সময় ছিল ১৭৭ টাকা। মেঘনা এডিবল ওয়েল রিফাইনারি তেল সরবরাহ করবে।

তিনি আরও জানান, মোট ৭৩ কোটি ২৯ লাখ ৩২০ টাকায় টিসিবির জন্য ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি।

এই মসুরের ডাল কেনা হবে তুরস্কের একটি কোম্পানির স্থানীয় এজেন্টের কাছ থেকে, প্রতি কেজির দাম ধরা হয়েছে ৯১ টাকা ৬০ পয়সা।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে জানতে চাওয়া হয়, রোজা সামনে রেখে পণ্যের দাম কমানোর কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে কি না। বাণিজ্যমন্ত্রী বলেন, “প্রতিমাসেই টিসিবির জন্য আমাদের কিনতে হচ্ছে। রমজান সামনে রেখে একটু বেশি কিনতে হচ্ছে।”

Advertisement
Share.

Leave A Reply