fbpx

রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলিতে ৬জন নিহতের দাবি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাঙামাটির লংগদুতে সেখানকার দুই গ্রুপের সংঘর্ষ গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আহত হয়েছে আরও তিনজন।

জানা যায়, দুর্গম এলাকায় গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।

প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক অংগ মারমা বুধবার সকালে শ্যামল চাকমা (৪৫) নামের তাদের কর্মী নিহত হয়েছে বলে দাবি করেন। এ ঘটনার জন্য সংগঠনটি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করছে।

এ ঘটনায় লংগদু থানার পরিদর্শক তদন্ত মো. সানজিদ আহম্মেদ জানান, গোলাগুলির খবর রাতে শুনেছি। ঘটনাস্থল দুর্গম। সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যাচ্ছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

Advertisement
Share.

Leave A Reply