fbpx

রাজধানীতে গুলি করে আ.লীগ নেতা হত্যার ঘটনায় মামলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এ মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালে দলীয় কোন্দলের মুখোমুখি হয়েছিলেন জাহিদুল। গত চার-পাঁচ দিন আগে অজ্ঞাতনামা দুষ্কৃতকারী জাহিদুলকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছিলেন।

গতকাল ২৪ মার্চ (বৃহস্পতিবার) রাত ১০ টায় ঢাকার শাহজাহানপুর এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে আওয়ামী লীগ নেতাসহ দুইজন নিহত হন।

নিহতরা হলেন, মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও পুরান ঢাকার একটি কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি।

এছাড়া টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্নাও গুলিতে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করে।

Advertisement
Share.

Leave A Reply