fbpx

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি হয়েছে। কিন্তু রাজধানী ছিল অনেকটা শুষ্ক। মোখার প্রভাব কেটে যাওয়ার পরে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকায় কিছু জায়গায় অনেকটা স্বস্তির বৃষ্টি নামে।

বুধবার (১৭ মে) সকাল ৯টা থেকেই ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর রাজধানীজুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি নেমেছে।

হঠাৎ বৃষ্টির কারণে কোন পূর্ব প্রস্তুতি ছাড়াই  ঘর থেকে বের হয়েছিলেন অনেকেই। কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে ছাতা ছাড়া বের হয়ে। অফিসে সময়মত পৌঁছাতে হবে বলে বৃষ্টিতে ভিজে ভিজে গন্তব্যে যেতে দেখা যায় অনেককেই।

ঝুম বৃষ্টিতে বেশকিছু সড়কে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হলেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও  শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

https://www.facebook.com/bbsbangla.news/videos/3051472894997739

Advertisement
Share.

Leave A Reply