fbpx

রাজধানীর তাপ কমাতে কাজ করবেন হিট অফিসার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকার তাপমাত্রা কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চিফ হিট অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। এর আয়তায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ফাউন্ডেশনটি যৌথভাবে ঢাকার তাপমাত্রা কমাতে কাজ করবে।

সিএইচও বা চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। তবে এই নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নেতিবাচক মনোভাব। অনেকে রীতিমতো ট্রলও শুরু করেছেন। তবে এর বাইরে এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন সাধারণ জনগণ।

এই নিয়োগকে অনেকেই নেপুটিজম বলে মনে করছেন। বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রচারের পর সেখানে বেশিরভাগ মন্তব্যই নেতিবাচক। অনেকেই বলছেন সকল নাগরিকদের এই দুর্যোগ মোকাবেলা করতে এগিয়ে আসতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে। যে অর্থ দিয়ে চিফ হিট অফিসার নিয়োগ দেয়া হয়েছে সেই অর্থ দিয়ে গাছ লাগালে ভালো ফল পাওয়া যাবে, এমন মন্তব্যও করেছেন অনেকে।

Advertisement
Share.

Leave A Reply