fbpx

‘রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পুলিশ কোন রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক।

দায়িত্ব নেওয়ার ২ দিন পর আজ সোমবার (৩১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই। রাজনীতি নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’

ডিএমপি কমিশনার বলেন, ‘নিষিদ্ধ দলগুলো ছাড়া সব রাজনৈতিক দল রাজনৈতিক সমাবেশ ও মিছিল করতে পারবে। আমাদের কাজ আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণ করা।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো গাড়িতে অগ্নিসংযোগ বা ভাঙচুরসহ ফৌজদারি অপরাধে লিপ্ত না হওয়া পর্যন্ত পুলিশ তাদের সহায়তা করবে।

জঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশে জঙ্গিরা আগের মতো মাথা চাড়া দিতে পারবে না। জঙ্গি নিয়ন্ত্রণে বিশ্বের অনেক দেশ সফল হতে পারেনি, তবে আমরা সফল হয়েছি। জঙ্গি নিয়ন্ত্রণে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং সরকারের অন্যান্য সংস্থা একযোগে কাজ করছে।

এছাড়া ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িতদের পুলিশ শক্ত হাতে মোকাবিলা করবে বলেও জানান খন্দকার গোলাম ফারুক।

Advertisement
Share.

Leave A Reply