fbpx

রাবি ভর্তি পরীক্ষার নতুন সময়সূচী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা পিছিয়ে নতুন তারিখ দেওয়া হয়েছে।

ঘোষিত নতুন সময়সূচী অনুযায়ী আগামি ১৬ই আগস্ট ভর্তি পরীক্ষা শুরু হয়ে, শেষ হবে ১৮ই আগস্ট। এর আগে ভর্তি পরীক্ষার তারিখ ছিলো ১৪ থেকে ১৬ই জুন।

বৃহস্পতিবার উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আগামী ১৬ অগাস্ট ‘সি’ ইউনিট, ১৭ অগাস্ট ‘এ’ ইউনিট এবং ১৮ অগাস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন তিনটি পালায় (শিফট) সকাল সাড়ে ৯টা থেকে থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।‘

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসার কারণে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ দপ্তর।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Advertisement
Share.

Leave A Reply