fbpx

রাশিয়া ডিজেলে রফতানি নিষেধাজ্ঞা শিথিল করল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একমাস আগে দেওয়া নিষেধাজ্ঞার বড় এক অংশের সরিয়ে নেওয়ার এক ধাপ হিসেবে পাইপলাইনের মাধ্যমে সমুদ্র বন্দরে সরবরাহ করা ডিজেল রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাশিয়া। আজ শুক্রবার (৬ অক্টোবর) এ ঘোষণা এসেছে।

এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, পাইপলাইনের মাধ্যমে সমুদ্রবন্দরে সরবরাহ করা ডিজেল ফুয়েল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। শর্ত হিসেবে জানিয়েছে, এর জন্য উৎপাদককে ডিজেলের কমপক্ষে ৫০ শতাংশ অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করতে হবে।

এর আগে বেশিরভাগ দেশে ডিজেল ও পেট্রল রফতানির ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। যা বৈশ্বিক বাজারের বড় ধরনের ধাক্কা দেয়। তবে পেট্রল রফতানির ওপর বিধিনিষেধ বহাল রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে মস্কো।

এ নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক বাজারে ডিজেলের দাম বেড়ে যায়। কারণ রাশিয়া বিশ্বের অন্যতম ডিজেল সরবরাহকারী ও অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান রফতানিকারক।

Advertisement
Share.

Leave A Reply