fbpx

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে খাদ্য সংকট: মোদিকে পুতিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্বে খাদ্য সংকট চলছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (১ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

ক্রেমলিন প্রেস সার্ভিসের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম তাস জানায়, শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী মোদিকে বলেন যে রাশিয়ার ওপর কয়েকটি দেশের নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক খাদ্য সংকট সৃষ্টি হয়েছে।

ক্রেমলিন প্রেস সার্ভিসের বার্তায় বলা হয়, পুতিন কয়েকটি দেশের পদ্ধতিগত ভুলের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সেসব ভুলের কারণে খাদ্যপণ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে পণ্যের দাম বেড়ে যাচ্ছে।

রাশিয়ার ওপর ‘আইনবিরুদ্ধ’ অবরোধ পুরো পরিস্থিতিকে ইতোমধ্যে জটিল করে তুলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপে রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, রাশিয়া এখনো খাদ্যপণ্য, সার ও জ্বালানি উৎপাদন ও সরবরাহে নির্ভরযোগ্য দেশ।

Advertisement
Share.

Leave A Reply