fbpx

রাশিয়ায় নাভালনির সমর্থকদের বিক্ষোভ, আটক তিন হাজারেরও বেশি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়ার কারাবন্দি সরকারবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ থেকে তিন হাজারেরও বেশি জনকে আটক করেছে পুলিশ।  সরকারের অনুমতি ছাড়াই রোববার দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন নাভালনির  হাজারো সমর্থকরা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিক্ষোভ থেকে দুই হাজারেরও বেশ জনকে আটক করেছে পুলিশ।

বিক্ষোভ ঠেকাতে রাজধানী মস্কোর মেট্রো স্টেশনগুলো বন্ধ করে দেয়া হয়েছে। একই সাথে রাজধানীর প্রাণকেন্দ্রে নাগরিকদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মস্কো থেকেই আটক করা হয়ছে প্রায় ১৪০ জনকে।

সরকারের বাধার মুখে মস্কোতে বিক্ষোভকারীরা জড় হতে পারেননি। তবে অন্যান্য এলাকায় নির্ধারিত কর্মসূচি অনুযায়ি বিক্ষোভ হয়েছে।

এর আগে গত সপ্তাহে বিভিন্ন স্থানের বিক্ষোভ থেকে অন্তত সাড়ে চার হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ জানুয়ারি জার্মানি থেকে চিকিৎসা নিয়ে রাশিয়ায় ফেরেন নাভালনি। এরপর বিমান বন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।

Advertisement
Share.

Leave A Reply