fbpx

রুমা-রোয়াংছড়িতে অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। ‘জনস্বার্থে ও নিরাপত্তার বিষয় বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে জানিয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

রবিবার জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন তিবরীজির জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের ৮ ডিসেম্বরের চিঠির ভিত্তিতে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হলো।

গত ৯ অক্টোবর থেকে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত জঙ্গিবিরোধী অভিযান চলমান রয়েছে। গত ২৩ অক্টোবর থানচি ও আলীকদমকে অভিযানের আওতায় আনা হয়।

অভিযান চলাকালে নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১৭ অক্টোবর থেকে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে ১৬ নভেম্বর থানচি উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। আর আলীকদম থেকে তা প্রত্যাহার হয় ১২ নভেম্বর।

Advertisement
Share.

Leave A Reply