fbpx

রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিরা চাপ সৃষ্টি করছে দেশের অর্থনীতিতে: প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রোহিঙ্গা এবং আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশের জন্য একটি বোঝা হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, ‘বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর এরইমধ্যে তিন বছর পার হয়েছে এবং তারা আমাদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে’।

আজ রবিবার (১৭ অক্টোবর) বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান জিরার্ডভ্যান লিউয়েন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। এসময় নেদারল্যান্ডের রাষ্ট্রদূতকে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছরপূর্তি কয়েন উপহার দেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিরা চাপ সৃষ্টি করছে দেশের অর্থনীতিতে: প্রধানমন্ত্রী

নেদারল্যান্ডের রাষ্ট্রদূতকে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছরপূর্তি কয়েন উপহার দেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

সরকারপ্রধান বৈঠকে বলেন, রোহিঙ্গারা কক্সবাজারের পরিবেশ ও বন সম্পদ ধ্বংস করছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের কাছে ব্রিফ করেন।

প্রেস সচিব জানান, বৈঠকে নেদারল্যান্ডের দূত রোহিঙ্গা ইস্যু সম্পর্কে বলেন, বিষয়টি নিয়ে তিনি উদবাস্তু এবং এনজিও কর্মীদের সাথে কথা বলেছেন। তার কাছে মনে হয়েছে, রোহিঙ্গাদেরকে তাদের নিজস্ব মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে দেওয়ায় এই সমস্যার সমাধান হতে পারে।

Advertisement
Share.

Leave A Reply