fbpx

লকডাউনেও বেড়েছে শেয়ারবাজারে লেনদেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লকডাউনের কারণে শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা কমালেও পুঁজিবাজারে সূচকের উত্থান ঘটেছে। লকডাউনের মধ্যেও এই দুইদিনেই আগের চেয়ে লেনদেন বেড়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স  বেড়েছে ১০৩ পয়েন্ট। সোমবার যা ছিল ৮৮ পয়েন্টে। সে হিসেবে দুই দিনে প্রধান সূচক বেড়েছে মোট ১৯১ পয়েন্ট।

অন্যদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই  বেড়েছে ২৯৭ পয়েন্ট।

এদিন ডিএসইতে দাম বেড়েছে ২৪০টি সূচকের, কমেছে ১৫টির , সূচক অপরিবর্তিত হয়েছে ৯১ টির। সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এই দুই ঘণ্টায় আজ লেনদেন হয়েছে ৫০৮ কোটি টাকা। সোমবার এই লেনদেনের পরিমাণ ছিল ২৩৬ কোটি ৬০ লাখ টাকার। সে হিসেবে শেয়ারবাজারে আগের চেয়ে লেনদেনও বেড়েছে।

মঙ্গলবার লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো  হচ্ছে- বেক্সিমকো, রবি, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট, প্রভাতি ইনস্যুরেন্স, সামিট পাওয়ার, লাফার্জ হোলসিম বাংলাদেশ ও দেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আর সিএসইতে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১২টির, অপরিবর্তিত আছে ৩০টি শেয়ারের দাম।

Advertisement
Share.

Leave A Reply