fbpx

লম্বা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পবিত্র ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের লম্বা ছুটি শেষে আজ সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

সোমবার (১৫ এপ্রিল) থেকে আগের নিয়মে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত।

রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সোমবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও সোমবার থেকে রোজার আগের সময় ধরে চলবে।

গত ১১ এপ্রিল রোজার ঈদের তারিখ র্নিধারণ হওয়ার পর ১০ থেকে ১২ এপ্রিল ছিল ঈদের ছুটি। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। পরদিন গতকাল ১৪ এপ্রিল রবিবার পয়লা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষের ছুটি ছিল। ফলে ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি কাটান চাকরিজীবীরা। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ সোমবার অফিসপাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা।

Advertisement
Share.

Leave A Reply