fbpx

লেখক ও সাংবাদিক অমিতাভ পালের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফেসবুকের বায়োতে তাঁর লেখা ছিল, ‘আমি আর পৃথিবী একসাথে জন্ম নিই, বিবাহিত হই। আমি আর পৃথিবী একসাথে মৃত্যুবরণ করি।’

নিজের লেখাটাই যেন সত্য প্রমাণ করে না ফেরার দেশে চলে গেলেন কবি, গল্পকার ও সাংবাদিক অমিতাভ পাল।

আজ ১৩ অক্টোবর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নেত্রকোনায় শশুড়বাড়িতে তার মৃত্যু হয়। খবরটি নিশ্চিত করেছে তার পরিবার।

জানা যায়, দুপুর ২টা ২৫ মিনিটে অমিতাভ পাল নেত্রকোনা রামকৃষ্ণ মিশন আশ্রমে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি সর্বশেষ একাত্তর টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।

অমিতাভ পালের জন্ম ১৯৬২ সালের ৫ ডিসেম্বর ময়মনসিংহ শহরে। তার বাবা আশুতোষ পাল এবং মা শিউলী পাল। কৃষি বিজ্ঞানে স্নাতক এই কবি পরিবেশসম্মত কৃষিতে বিশেষজ্ঞতা অর্জন করেন সুইডেন থেকে। এ পর্যন্ত তার পাঁচটি কবিতার বই এবং কবিতাসমগ্রের প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে। এ ছাড়াও ‘রাতপঞ্জি’ নামের একটি গল্পের বই এবং ‘একশ’ ফোঁটা বৃষ্টিবিন্দু’ নামের একটি গদ্যগ্রন্থ রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply