fbpx

লোকাল বাসে চালু হচ্ছে ই-টিকিট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২০ সেপ্টেম্বর থেকে রাজধানীর লোকাল বাসে পরীক্ষামূলকভাবে ই-টিকিট চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই গোটা প্রক্রিয়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে থাকবে।

এটি বাস্তবায়নে ই-টিকেটিং সহযোগী প্রতিষ্ঠান ‘যাত্রী সার্ভিসেস লিমিটেড’-এর সঙ্গে পাইলট প্রকল্প হিসেবে প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, অছিম পরিবহন, নূর-ই মক্কা পরিবহন ও বসুমতিসহ মোট ৫টি কোম্পানিতে এই সুবিধা চালু করা হচ্ছে।

এই পদ্ধতিতে যাত্রীরা নির্দিষ্ট কাউন্টারে পজ মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের গায়ে যাত্রার বিবরণ থেকে টাকার পরিমাণ সবই উল্লেখ থাকবে। ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না। যাত্রীদের প্রত্যাশা, এর ফলে ভোগান্তি কমে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আসবে।

Advertisement
Share.

Leave A Reply