fbpx

শনাক্ত হলো ওমিক্রনের নতুন ২ লক্ষণ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে সারাবিশ্বে এখন উদ্বেগ-উৎকণ্ঠা। ওমিক্রনের প্রাথমিক লক্ষণ হিসেবে গলা খুশখুশ, কাশি, হালকা জ্বর, ক্লান্তি, মাথাব্যাথা, শরীরে ব্যথা, গলা ব্যথা, গলার স্বরে পরিবর্তনসহ নানা ধরনের লক্ষণ এখন পর্যন্ত বিজ্ঞানীরা শনাক্ত করেছেন। পাশাপাশি, স্বাদ-গন্ধ চলে যাওয়া ও শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিচ্ছে এই ভ্যারিয়েন্টের প্রভাবে।

এই আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যেই টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে ওমিক্রনের নতুন দুই উপসর্গের খবর।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রনের অজানা দু’টি উপসর্গকে সামনে এনেছে জোয়ে কোভিড স্টাডি অ্যাপ (Zoe Covid Study App)।

উপসর্গ দু’টি হলো, বমি হওয়া ও ক্ষুধা কমে যাওয়া।

অ্যাপটির প্রধান জানান, বর্তমানে করোনা আক্রান্ত রোগীর মধ্যে এ দু’টি লক্ষণ সবচেয়ে বেশি দেখা দিচ্ছে। তারমধ্যে করোনা টিকা নেওয়া ব্যক্তিদের সংখ্যাই বেশি।

বিশেষজ্ঞরা বলেছেন, এসব লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং দ্রুত টেস্ট করোনা উচিত।

Advertisement
Share.

Leave A Reply