fbpx

শনিবার কৃষকদের সমর্থনে অনশনে বসবেন আন্না হাজারে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। এতে উত্তাল ভারত। প্রজাতন্ত্র দিবসে কৃষকরা ট্র্যাক্টর র‍্যালি নিয়ে প্রবেশ করে রাজধানী নয়াদিল্লিতে। এতে রণক্ষেত্র হয়ে ওঠে পুরো রাজধানী। এবার কৃষকদের সমর্থন জানিয়ে ৩০ জানুয়ারি থেকে অনশনের ঘোষণা দিয়েছেন দেশটির অহিংস সামাজিক আন্দোলনকর্মী আন্না হাজারে। এটিই তার জীবনের শেষ অনশন হতে যাচ্ছে বলে জানান ৮৪ বছর বয়সী আন্না। খবর এনডিটিভি।

আগেই আন্না হাজারে কৃষক আন্দোলন সমাধান না হলে জানুয়ারির শেষে অনশনে বসার কথা জানিয়েছিলেন। তার সমর্থকদের এই আন্দোলনে যোগ দেয়ার অনুরোধ জানান তিনি। আন্না মনে করেন, নতুন কৃষি আইন কোনো গণতান্ত্রিক নিয়ম মেনে হয়নি এবং দেশে কোনো নতুন আইন তৈরিতে জনসাধারণের অংশগ্রহণ জরুরি।

৮৪ বছর বয়সী এই সমাজকর্মী সংবাদমাধ্যমকে বলেন, ‘কেন্দ্রীয় সরকার কৃষকদের বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না ৷ সরকার কৃষকদের প্রতি সংবেদনশীল নয়। এই ইস্যুতে গত তিন মাসে আমি পাঁচবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। তবে বিষয়টি নিয়ে কোনো সঠিক সিদ্ধান্তের কথা জানায়নি সরকার।’

তিনি আরও বলেন, ‘কৃষকদের বিষয়টি নিয়ে আমি পাঁচবার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসার আবেদন জানিয়েছিলাম। কোনো উত্তর আসেনি। তাই জীবনের শেষ অনশনে বসার সিদ্ধান্ত নিলাম।’

এখন দেখার পালা আন্নার অনশনে উত্তপ্ত পরিস্থিতি আরও কোনো নতুন পর্যায়ে পৌঁছে কীনা!

Advertisement
Share.

Leave A Reply