fbpx

শনিবার থেকে কমবে বৃষ্টিপাত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল রাত থেকে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস বিবিএস বাংলাকে বলেন, ‘১৯শে জুন রাত পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। ২০ তারিখ সকাল থেকে সারাদেশে বৃষ্টির পরিমাণ কমে যাবে।‘

যেহেতু বর্ষাকাল চলছে, প্রতিদিনই স্বাভাবিক নিয়মে বৃষ্টিপাত হবে, তবে আগামীকাল রাত থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বলেও জানান আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ১২৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে। তাই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Advertisement
Share.

Leave A Reply