fbpx

শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা জানানো শুরু হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। সেখানে রাখা হয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। পাশে রয়েছেন স্ত্রী শিরীন হকসহ পরিবারের সদস্যরা।

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন। তাঁরা লাইন ধরে একে একে মরদেহের কাছে যাচ্ছেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও।

এর আগে সকালে যখন ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়, তখন বীর মুক্তিযোদ্ধারা তাঁর মরদেহ গাড়ি থেকে নামান। পরে তাঁরা মরদেহ বহন করে অস্থায়ী মঞ্চ পর্যন্ত নিয়ে যান।

বেলা একটা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ। এরপর তাঁর মরদেহ নেওয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা আড়াইটার দিকে সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার কথা রয়েছে। জুমার নামাজ শেষে সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছিল তাঁর।

Advertisement
Share.

Leave A Reply