fbpx

শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা ফেরত দেয়া হবে : শিক্ষামন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পরীক্ষা না হওয়ায় এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের ফরম পূরণের টাকার কিছু অংশ ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষার ফল ঘোষণার সময় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দীপু মনি বলেন, ‘করোনার কারণে এবারের পরীক্ষা হয় নি। কিন্ত পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আদায় করা অর্থের কিছু অংশ তো ব্যয় হয়েছে। তাই যে অংশ ব্যয় হয়নি, সেই অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ফল প্রকাশের পরপরই এ বিষয়ে বোর্ডসমূহ তাদের স্ব-স্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবেন বলেও উল্লেখ করেন তিনি।

দেশে মোট এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী। এসএসসি ও জেএসসির গড় ফলের ভিত্তিতে এইচএসসির মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২০২০ সালের ১ এপ্রিল থেকে।

Advertisement
Share.

Leave A Reply