fbpx

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি থাকলেও এবার তা বাতিল করা হয়েছে। আসছে ডিসেম্বর মাসে নির্বাচন ইস্যুর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নভেম্বর মাসে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শীতের সময় এই ছুটি বাড়িয়ে দেয়া হবে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

বুধবার (১৯ জুলাই) আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করতে হবে। এছাড়া একই সময়ের মধ্যেই বিদ্যালয়গুলোর সব বার্ষিক পরীক্ষাও শেষ করতে হবে।

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। এ সময় দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হবে। আগামীকাল মহররমের ছুটি থাকবে। রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।

Advertisement
Share.

Leave A Reply