fbpx

শিগগিরই টিকার আওতায় আসছে প্রাথমিকের শিক্ষার্থীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে এবার পাঁচ বছর থেকে তদূর্ধ্ব বয়সি প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক

আজ ৭ মার্চ (সোমবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সংবাদমাধ্যমে তিনি এ কথা জানান।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের ও টিকাকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলেছি।

প্রাথমিকের শিক্ষার্থীদের টিকার বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখছি। তাদের অনুমোদন পাওয়ামাত্রই আমরা কার্যক্রম শুরু করে দেব।

Advertisement
Share.

Leave A Reply