fbpx

শিমুলিয়াঘাটে ফেরি সংকটে যান চলাচলে ধীর গতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে সপ্তাহব্যাপী লকডাউনের প্রভাবে দক্ষিণ অঞ্চলের ঘরমুখী মানুষের চাপ দেখা যাচ্ছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। আজ সকাল থেকেই পূর্ব নির্দেশনা অনুযায়ী সীমিত সংখ্যক ফেরি দিয়ে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। এমনকি নৌরুটে নির্দেশনা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।

আজ সোমবার (৫ এপ্রিল) এই নৌরুটে ১৭টি ফেরির মধ্যে মাত্র ৪টি ফেরি চলাচল করছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরির সংখ্যা সীমিত হওয়ায় ফেরিঘাট এলাকায় হাজারের বেশি পন্যবাহী ও ব্যক্তিগত যানবাহন আটকে পড়েছে। তবে, এগুলোর বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি বলে জানায় তারা।

শিমুলিয়াঘাটে ফেরি সংকটে যান চলাচলে ধীর গতি

সীমিত সংখ্যক ফেরি চলায় ঘাটে ছোট-বড় মিলিয়ে প্রায় হাজারের বেশি যানবাহন অবস্থান করছে। ছবি: সংগৃহীত

এদিকে, নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানোর দাবিতে আজ দুপুর ২টার দিকে শিমুলিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বিক্ষোভ করে ঘাটে উপস্থিত যাত্রীরা। এ সময় তারা সেখানে একটি অ্যাম্বুলেন্স ভাংচুর করে। পরে পুলিশের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফেরিতে যান চলাচল ধীর গতি হওয়ার বিষয়ে উপ-ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ সংবাদমাধ্যমকে জানান, আজ সকাল থেকে লকডাউনের কারণে ফেরিঘাটে যাত্রীদের তেমন চাপ ছিল না। তবে দুপুর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ঘরমুখো মানুষ আজ নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিমুলিয়া ঘাটে এসে ভিড় করে। তিনি আরো জানান, গতকাল রাতের প্রতিকূল আবহাওয়াও আজ ফেরিঘাটে চাপ সৃষ্টি হওয়ার কারণ। রাতের আটকে পড়া বাস ও ছোট গাড়িগুলোকে পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে।

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে রায়পুরা, রানীগঞ্জ, যমুনা ও চাপালো নামের চারটি ফেরি চলাচল করছে।

Advertisement
Share.

Leave A Reply